Kinds of sentence & beginning to end Discussion

আমি আল ফারুক ,ইংরেজি শিক্ষাকে আপনাদের জন্য আরও সহজ, সুন্দর ও আকর্ষণীয় করার জন্য ধারাবাহিকভাবে আমি আপনাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা নিয়ে আসব।এই আলোচনাগুলো আমার নিজের লিখিত নোট থেকে আপনাদের সামনে উপস্থিত করছি। হয়তো এমনো হতে পারে অনেকের কাছেই বিষয়টি বোরিং মানে বিরক্ত  লাগবে। কিন্তু ভেবে দেখুন তো একবার আপনার পাশের আরেকটি ভাই বা আপনারই এক ছোট ভাইয়ের ভীষণ কাজের জিনিস বলে বিবেচিত হতে পারে। আর কথা না বারিয়ে কাজের কথায় আসি আমি একেবারে শুরু থেকেই শুরু করছি-                                                                Click Here !!!!

                              The Sentence :

ভাষার প্রধান কাজ হচ্ছে মানুষের মনের ভাব প্রকাশ করা। কোন শব্দ বা শব্দগুচ্ছ যখন মনের একটি ভাব সম্পূর্ণ প্রকাশ করে তখন তাকে Sentence বা বাক্য বলে or ,দুই বা ততোধিক অর্থবোধক Word বা শব্দ পাশাপাশি সঠিক ভাবে সাজালে যদি কোন বিষয়ে বক্তার মনোভাব সম্পূর্ণ ভাবে প্রকাশ পায়, তবে তাকে Sentence বা বাক্য বলে। আমাদের হাতে যেমন ৫টি আঙ্গুল আছে এবং এক একটি আঙ্গুলের গঠন এক এক রকম, তেমনি ইংরেজিতেও ৫টি Sentence বা বাক্য আছে  এবং এদের এক একটি গঠন এক এক রকম।। যেমনঃ o
               I can play football. (মনের ভাবটি সম্পূর্ণ প্রকাশ পেয়েছে ।   অতএব, এটি একটি sentence বা বাক্য)
               He had not………. (মনের ভাবটি সম্পূর্ণ প্রকাশ পায়নি ।   অতএব, এটি একটি sentence বা বাক্য নয়)
              1. আমি ভাত খাই - I eat rice.
              2. তাহারা মাঠে খেলিতেছে - They are playing in the field.
              3. আল্লাহ তোমার মঙ্গল করুক - May Allah bless you.
              4. এদিকে এসো - Come here.
              5. হায় ! লোকটি মারা গেছে - Alas ! The Man is dead.
Parts of Sentence: Sentence এর দুইটি অংশ থাকে।  যথাঃ   Subject এবং Predicate
Subject: কোন Sentence এ যার সম্পর্কে কিছু বলা হয় তাকে Subject বলে। যেমনঃ
Fish can not fly. (এখানে Fish সম্পর্কে একটি তথ্য দেয়া হয়েছে। অতএব, Fish একটি subject)
Predicate: Sentence এ Subject সম্পর্কে যা কিছু বলা হয় তাকে Predicate বলে। যেমনঃ
The cow lives on grass. (এখানে Subject সম্পর্কে বলা হয়েছে lives on grass, অতএব, lives on grass হল Predicate)।
Subject সাধারণত Sentence এর শুরুতে বসে। তবে এর ব্যতিক্রমও দেখা যায়। যেমনঃ
(   ) Never tell a lie. (Imperative sentence বিধায় এখানে Subject উহ্য আছে)
Got victory the people. (ব্যতিক্রমধর্মী এই Sentence টিতে Subject শেষে বসেছে)
Kinds of Sentence: Sentence কি ধরনের অর্থ প্রকাশ করে তার উপর ভিত্তি করে Sentence কে পাঁচটি ভাগে বিভক্ত করা হয়েছে। যথাঃ
              1. Assertive Sentence ( বর্ণনা মূলক বাক্য )
                 2. Interrogative Sentence ( প্রশ্নবোধক বাক্য )
                 3. Imperative Sentence ( অনুঙ্গাসূচক বাক্য )
                4. Optative Sentence ( প্রার্থনাসূচক বাক্য )
                5. Exclamatory Sentence ( বিস্ময় সূচক বাক্য)
01.Assertive Sentence (বিবৃতি মূলক বা সাধারণ বাক্য)     কিছু Sentence আছে যেগুলো কোন সাধারণ কথা বা বিবৃতি প্রকাশ করে থাকে। এ ধরনের Sentence ই হল Assertive Sentence। যেমনঃ
The police caught the thief. অথবা Dhaka is famous for mosques.
                                                             Assertive Sentence দুই প্রকার। যথাঃ
Affirmative Sentence (হ্যাঁ সূচক বাক্য): কোন Sentence এ যদি কিছু স্বীকার করা হয় বা হ্যাঁ সূচক জবাব দেয়া হয় তবে তাকে Affirmative Sentence বলে। যেমনঃ
My father gave me the book. অথবা I have taken my dinner already.

Structure বা গঠনঃ Subject + Principal Verb + Object + Extension.
যেমনঃ                         Fahad    + plays                 + football + well.

Negative Sentence (না সূচক বাক্য): কোন Sentence এ যদি কিছু অস্বীকার করা হয় বা না সূচক জবাব দেয়া হয় তবে তাকে Negative Sentence বলে। যেমনঃ
My father did not give me the book. অথবা I have not taken my dinner yet.
Structure বা গঠনঃ Subject + Auxiliary Verb + not/no + Principal Verb + Object      + Exten.
যেমনঃ                         Fahad    + does                 + not            + play              + football    + well.

02.Interrogative Sentence ( প্রশ্নবোধক বাক্য ) : যে Sentence দ্বারা কোন প্রশ্ন করা হয় বা কোন কিছু জিজ্ঞাসা করা হয় তাকে Interrogative Sentence বা প্রশ্নবোধক বাক্য  বলে
যেমন :
1. আমি কি বই পড়ি ? -Do I read a book ?
2. সে কি স্কুলে যায় ? - Does he go to School ?
3. জেলেরা কি মাছ ধরিেতেছে ? - Are the fishermen catching fish ?
4. মা কি রান্না করিতেছে ? - Is Mother cooking ?
5. আলিমা কি টাইপ করিতেছে ? - Is Alima typing ?
6.  চৈতী কি খেলিতেছে ? - Is Chaity playing?
7. স্বপন কি কাজটি করিয়াছে ? -Has Swapan done the work ?
8. রাইশা কি পড়িতেছে ? - Is Raisha reading ?
9. মহিমা কি আঁককিতেছে - Is Mohima drawing ? 
10. মাহা কি খেলিতেছে ? - Is Maha playing ? 
03.Imperative Sentence ( অনুজ্ঞাসূচক বাক্য ) : যে Sentence দ্বারা আদেশ, উপদেশ বা অনুরোধ করা বুঝায় তাকে Imperative Sentence বা অনুজ্ঞাসূচক বাক্য বলে
যেমন :
1. এদিকে এসো - Come here.
2. কলমটি আন - Bring the pen.
3. বাইরে যাও - Go out.
4. মিথ্যা বলিবে না - Do not tell a lie.
5. মিথ্যা বলা মহাপাপ - To tell a lie is a great sin.
7.এখান থেকে বের হয়ে যাও - Get out from here.
8. বের হও - Get out.
9. আমাকে ফোন করার চেষ্টা করবে না - Do not try to call me.
10. কখনো আমার বাড়িতে আসার চেষ্টা করিবে না - Never try to come my house.
04.Optative Sentence (প্রার্থনাসূচক বাক্য) : যে Sentence দ্বারা মনের ইচ্ছা বা প্রার্থনা করা বুঝায় তাকে Optative Sentence বা প্রার্থনাসূচক বাক্য বলে যেমন:
1. আল্লহ তোমার মঙ্গল করুক - May Allah bless you.
2. বাংলাদেশ দীর্ঘজিবী হউক - live long Bangladesh.
3. আল্লাহ  তোমাকে সাহায্য করুক - May Allah help you.
05. Exclamatory Sentence ( বিস্ময় সূচক বাক্য ) : যে Sentence দ্বারা  বিস্ময় বা মনের আবেগ প্রকাশ করে তাকে Exclamatory Sentence বা বিস্ময় সূচক বাক্য বলে
যেমন :
1. কি সুন্দর শিশুটি - How beautiful the baby is !
2. কেমন বোকা তুমি - How fool you are !
3.কি আরামদায়ক বিছানাটি - How comfortable the bed is !
 4. হায় ! লোকটি মারা গেছে - Alas ! The man is dead.

AL FARUK
উদ্ভাস একাডেমিক কোচিং সেন্টার 
নারায়নপুর ত্রিমোহনী
ডাকবাংলা ঝিনাইদহ
 01731-452746,01936-573000

 
 


Share this

Related Posts

Previous
Next Post »